chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনায় মৃত্যু বেড়েছে তিন গুণ

চট্টলা ডেস্ক: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৭০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে বুধবার (২৪ নভেম্বর) পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেখান থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩৭ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর মোট সংখ্যা ১৫ লাখ ৭৪ হাজার ৯৪৮ জন। এদিন সুস্থ হয়েছেন আরো ৩৬০ জন। এ পর্যনমশ মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৯ হাজার ৫৫৩ জন।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৮৮৮টি। শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ।

এমকে/চখ

এই বিভাগের আরও খবর