chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৯৪ জন

নিজস্ব প্রতিবেদক: কোনো প্রকার অপ্রতিকির ঘটনা ছাড়াই সারাদেশের ন্যায় চট্টগ্রামেও ২০৪টি ভর্তি পরীক্ষা কেন্দ্রে একযোগে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিন পদার্থবিদ্যা পরীক্ষায় ১৯৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অনুপস্থিত বিবেচনায় এই হার শূন্য দশমিক ৬৮ শতাংশ।

রোববার (১৪ নভেম্বর) সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি চট্টলার খবরকে বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আজকের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নে রাখার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত ছিল। আজ সর্বমোট পরীক্ষার্থী ছিলেন ২৭ হাজার ৬৪৮ জন। এর মধ্যে ১৯৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এর আগে কেন্দ্রে প্রবেশের পূর্বে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হলে প্রবেশ করানো হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার ১ হাজার ৭৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ১ লাখ ৬১ হাজার ১২২ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। গত বছরের তুলনায় এবার বেড়েছে ১৭ হাজার ৩২ জন শিক্ষার্থী।

আরকে/নচ

এই বিভাগের আরও খবর