chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হালদায় অভিযান, ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক: মিঠা পানির মাছের প্রজননক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার অবৈধ জাল ও ১৫ টি বড়শি জব্দ করেছে উপজেলা মৎস্য কর্মকর্তারা।

রোববার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত হালদী নদীর ছিপাতলী অংশ থেকে কালুরঘাট মোহনা পর্যন্ত অভিযান চলে।

অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা জ্যেষ্ঠ ম্যৎস্য কর্মকর্তা নাজমুল হুদা। এসময় হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.শহিদুল আলম, হালদা প্রকল্পের কর্মকর্তা ও নৌ পুলিশ রামদাশ হাটের ইনচার্জ আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন। অবৈধ জালে আটকে পড়া দুইটি বড় আইড় মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
হাটহাজারী উপজেলার জ্যেষ্ঠ ম্ৎস্য কর্মকর্তা নাজমুল হুদা চট্টলার খবরকে বলেন, হালদা নদীর বেশ কিছু এলাকায় কারেন্ট জাল বসানোর সংবাদ পেয়ে আমরা অভিযানে যাই। ছিপাতলী অংশ থেকে কালুরঘাট মোহনা এলাকায় পর্যন্ত অবৈধ জাল ছাড়াও বেশ কিছু বড়শি জব্দ করা হয়েছে। এসব অবৈধ জাল পুড়ে ফেলা হবে। হালদা নদীর জীব বৈচিত্র্য রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকার কথা জানান এই কর্মকর্তা।

আরকে/নচ

এই বিভাগের আরও খবর