chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভাড়া নিয়ে তর্ক, চলন্ত বাস থেকে যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : নগরীর লালখান বাজার এলাকায় ভাড়া নিয়ে তর্কাতর্কির জেরে চলন্ত বাস থেকে এক যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

গতকাল শুক্রবার (১২ নভেম্বর) রাতে বিমানবন্দর সড়কে এ ঘটনা ঘটে। পরে ওই বাসের চালককে আটক করেছে পুলিশ।

নগরীর কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, ঘটনায় জড়িত বাসের হেলপার পালিয়ে যাওয়াতে তাকে আটক করা যায়নি। আহত যাত্রী হানিফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট থেকে সি-বিচগামী ১০ নম্বর (চট্ট মেট্রো জ-১১-১৮৭২) বাসের যাত্রী ছিলেন হানিফ। ভাড়া নিয়ে বিতর্কের জেরে হানিফকে লাথি দিয়ে গাড়ি থেকে ফেলে দেন বাসের চালক ও হেলপার। পরে বাসের অন্যান্য যাত্রী ও স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে চালককে আটক করা হয়েছে। চিকিৎসা শেষে মামলা করবেন হানিফ। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। বাসটি জব্দ করা হয়েছে।

জানা গেছে, হানিফ ওয়াসার মোড় থেকে লালখান বাজার পাঁচ টাকা ভাড়া দেন। কিন্তু হেলপার আট টাকার জন্য চাপ দিতে থাকেন। এ নিয়ে হেলপারের সঙ্গে হানিফের তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে তাকে বাস থেকে নিচে ফেলা দেওয়া হয়।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর