chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কুমিল্লা থেকে চট্টগ্রামে ফেন্সিডিল পাচার, আটক ১

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা হতে চট্টগ্রামে মাদক পাচারকারলে ৩০০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। এসময় জব্দ করা হয় মাদকের ব্যবহারে ব্যবহৃত প্রাইভেটকারটি।

গতকাল বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেলে সীতাকুণ্ড থানার সোনাইছড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক নুরুল কাদের (২৭) প্রাইভেটকারের চালক বলে জানিয়েছে র্যাব। সে মো. জলিলের ছেলে।

র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. নূরুল আবছার গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলে পাচার করতো।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর