chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাইওয়েতে নোংরা পরিবেশে খাদ্য তৈরি, লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারিপণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে হাইওয়ে সুইটসের কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর কালুরঘাট ভারী শিল্প এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

জানা গেছে, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারিপণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল হাইওয়ে সুইটস। এই অপরাধে ওই কারখানাকে জরিমানা করা হয়।

অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করে।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর