chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নিরাপত্তা বাহিনীকে যুগোপযোগী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টলা ডেস্ক: দেশের সার্বিক নিরাপত্তায় পুলিশ, র‍্যাবসহ অন্যান্য বাহিনীগুলোকে যুগোপযোগী করা হচ্ছে। পুলিশের পাশাপাশি আনসার বাহিনীকে ভিআইপি নিরাপত্তার দায়িত্বে আনা হচ্ছে। শক্তিশালী হচ্ছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি, কোস্টগার্ড।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এসব তথ্য জানান। মঙ্গলবার (২৬ অক্টোবর) সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টাস ফোরাম- বিএসআরএফ এর নিয়মিত সংলাপে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকাণ্ড তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আমাদের দেশের নাগরিকদের নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি বিভাগ রয়েছে। জন নিরাপত্তা এবং সুরক্ষা ও সেবা বিভাগ। এই দুটি বিভাগে ছোট বড় মিলিয়ে ১০টি অনুবিভাগ রয়েছে। তার মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে আরেকটি বিভাগ যুক্ত হয়েছে জাতীয় পরিচয় পত্রের কার্যক্রম। যদিও সেটা ওভাবে শুরু করতে পারিনি, এখনো পরিকল্পনা চলছে—কীভাবে এটাকে এগিয়ে নিয়ে যাব।’

মন্ত্রী বলেন, ‘আধুনিক বিশ্বে যে ক্রাইম ঘটছে, তার বেশিরভাগই সাইবারকেন্দ্রিক। সেখানে মোকাবিলা করতে পুলিশকে যুগোপযোগী করা হচ্ছে। আমরা মাদক তৈরি করি না। মাদকের সাপ্লাই কন্ট্রোল করার জন্য বিজিবিকে শক্তিশালী করছি। আমাদের সমুদ্র সীমান্তেও নিরাপত্তা জোরদার করা হচ্ছে। আমাদের আনসার বাহিনীকে শক্তিশালী করছি। আমাদের সকল বাহিনীকে যুগোপযোগী করে একটা পর্যায়ে যখন নিয়ে আসছি তখনই দেখি দেশে একটি সহিংসতার ঘটনা নতুন করে ঘটছে। আগে জঙ্গির উত্থান দেখেছিলাম, সে রকমই আরেকটি উত্থান ঘটাতে এ ধরনের প্রচেষ্টা।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সুরক্ষা সেবায় পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন এনেছি। আমরা এমআরপি করেছিলাম। এখন সেটা সকলের হাতে। এরপর পাসপোর্টকে আরও আধুনিক করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জার্মানির একটি কোম্পানির মাধ্যমে ই- পাসপোর্টের কাজ চলছে। এশিয়ার অনেক দেশই এখন এ উদ্যোগ নেয়নি। আমরা কারাগারে আসামিদের ক্রিমিনাল ডাটাবেজ তৈরি করেছি। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।

আনসারকে আরও শক্তিশালী করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘যাতে তারা পুলিশের সহযোগী হিসেবে ভিআইপি নিরাপত্তা দিতে পারে, সে জন্য ক্যাপাসিটি বাড়াচ্ছি। কারাগারকে সুন্দর ব্যবস্থায় নিতে যাচ্ছি। কোস্টগার্টে আরও আধুনিক করা হচ্ছে। আরও হেভি জাহাজ, স্পিডবোট কেনা হবে।’

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর