chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

স্বাস্থ্য পরীক্ষা করাতে এভারকেয়ারে খালেদা জিয়া

চট্টলা ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা করাতে এভার কেয়ার হাসপাতালে গেছেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল ৩টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওয়ানা দিয়ে ৪টা পাঁচ মিনিটের দিকে তিনি হাসপাতালে পৌঁছান।

চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতালের গেটে গাড়িবহর পৌঁছালে শতাধিক নেতাকর্মীকে খালেদা জিয়ার নামে স্লোগান দিতে দেখা যায়। খালেদা জিয়ার গাড়িবহরের সামনে ও পেছনে ছিল কড়া পুলিশ প্রহরা।

খালেদা জিয়ার সঙ্গে আছেন চিকিৎসক টিমের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. আল মামুন এবং বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা কর্মী সিএসএফ, পুলিশের স্কট এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও গাড়িবহরের সঙ্গে মোতায়েন রয়েছে।

গত ১০ এপ্রিল খালেদা জিয়াসহ তার বাসার ৮ কর্মী করোনায় আক্রান্ত হন। ২৭ এপ্রিল তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ৫৩ দিন হাসপাতালে থাকার পর ১৯ জুন রাতে বাসায় নেওয়া হয় খালেদা জিয়াকে।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর