chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

উখিয়ায় সিএনজি অটোরিকশা উল্টে এপিবিএন সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার উখিয়ায় সিএনজি অটোরিকশা উল্টে সম্বল চাকমা নামে এক এপিবিএন সদস্যের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উখিয়া-টেকনাফ মহাসড়কের শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির পাশে অটোরিকশাটি উল্টে যায়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সম্বল চাকমা বান্দরবান জেলার রুমা উপজেলার ভরতপাড়া এলাকার দয়া চাঁন চাকমার ছেলে। তিনি মৃত্যুর আগে উখিয়ার পালংখালীর তাজনিমার খোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন এপিবিএন-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, বান্দরবান থেকে সিএনজি অটোরিকশা যোগে কর্মস্থলে ফিরছিলেন এএসআই সম্বল চাকমা।

উখিয়া-টেকনাফ মহাসড়কের শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এলে সিএনজির সামনে হঠাৎ একটি কুকুর চলে আসে। কুকুরটি বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

এসময় সিএনজি অটোরিকশাটি উল্টে গিয়ে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সম্বল চাকমার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএন-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর