chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অবৈধভাবে বালু উত্তোলন : দুজনের সাজা, একজনকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুজনকে সাজা ও একজনকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

অবৈধভাবে বালু উত্তোলনের তথ্য পেয়ে গতকাল সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে বিশেষ অভিযানে হাতে নাতে প্রমান পাওয়ার পর তিনজনকে সাজা দেওয়া হয়।

সাজাপ্রাপ্তদের মধ্যে উপজেলার চুনতি মুন্সেফ বাজার এলাকার এহেতেসামুল হকের ছেলে মো. তাহমিদকে (২২) ৫০ হাজার টাকার অর্থদণ্ড এবং লোহাগাড়ার চুনতি সুফিনগর এলাকার আবদুর রবের ছেলে মো. রুবেল (২৫) ও চুনতির আবু সিদ্দিকের ছেলে মুহাম্মদ আরিফকে (২৩) ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিট্রেট।

যৌথভাবে এসব অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবীব জিতু এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. খোরশেদ আলম চৌধুরী। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর