chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আগাম গণকবর খুঁড়ছে ইউক্রেন

ইতোমধ্যে ১২৫১ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন ইউক্রেনে। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারনা গেছেন ৩২ জন। দেশটিতে করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে ধারণা করা হচ্ছে। তাই দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ডিনিপ্রো শহরে আগাম গণকবর খোঁড়া শুরু হয়েছে। কিয়েভ পোস্টের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হচ্ছে, করোনায় মৃতদের জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখছেন তারা। আর আগাম প্রস্তুতির জেরেই খোঁড়া হচ্ছে এ গণকবর।

কিয়েভ পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়, গত ৩ এপ্রিল ৬০০টির মতো গণকবর খোঁড়া হয়েছে ইউক্রেনের ডিনিপ্রো শহরে। সরকারের সহায়তায় খোঁড়া হয়েছে এসব গণকবর। এছাড়া মরদেহের জন্য কয়েক হাজার ব্যাগও প্রস্তুত রাখা হয়েছে। করোনায় মৃতদের জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখছেন তারা। এছাড়া এ কর্মকাণ্ডের মাধ্যমে তারা মানুষকে কোয়ারেন্টাইনের বিষয়ে সচেতন করতে চান।

এই বিভাগের আরও খবর