chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নিয়মরক্ষার ম্যাচেও অজিদের লজ্জাজনক পরাজয়

খেলা ডেস্ক: মিরপুরে টানা তিন ম্যাচ হারের পর সিরিজের চতুর্থ ম্যাচে জিতলেও আজ পঞ্চম টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে লজ্জাজনকভাবে হেরেছে অস্ট্রেলিয়া

সাকিব, সাইফুদ্দিন ও নাসুমের বিধ্বংসী বোলিং তোপে মাত্র ৬২ রানেই অলআউট হয়ে যায় সফরকারী অস্ট্রেলিয়া। যা টি-টোয়েন্টির ইতিহাসে তাদের সর্বনিম্ন স্কোর।

সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬০ রানে হারিয়েছে বাংলাদেশ। এতে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ সম্পন্ন করল স্বাগতিক দল। প্রথমবারের মত বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারা অজিরা মাত্র একটি জয় নিয়ে ফিরে যাচ্ছে দেশে।

আজ সোমবার (৯ আগষস্ট) সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন নাঈম শেখ। ১৯ রান আসে অধিনায়ক রিয়াদের ব্যাট থেকে। অতিরিক্ত থেকে আসে ১৮ রান। অস্ট্রেলিয়ার পক্ষে এলিস ১৬ রান দিয়ে ২ টি এবং ক্রিশ্চিয়ান ১৭ রান খরচ করে ৪ টি উইকেট নেন।

বাংলাদেশের দেওয়া মাত্র ১২৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই হিমশিম খায় ম্যাথু ওয়েডের দল। জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩ রানে ড্যান ক্রিশ্চিয়ানকে হারায় অস্ট্রেলিয়া, যিনি ঝড়ো ইনিংস খেলে আগের ম্যাচে গড়ে দিয়েছিলেন জয়ের ভিত।

ক্রিশ্চিয়ানের তোপের মুখে পড়া সাকিব আল হাসান এদিন বল হাতে বিধ্বংসী রূপ নেন। এক ম্যাচ পরই রাজসিক প্রত্যাবর্তন ঘটিয়ে একাই ধসিয়ে দেন সফরকারীদের ব্যাটিং লাইনআপকে। অস্ট্রেলিয়া মাত্র ৬২ রানে অলআউট হয়। এতে বাংলাদেশ পায় ৬০ রানের বিশাল জয়।

সংক্ষিপ্ত স্কোর

টস : বাংলাদেশ

বাংলাদেশ : ১২২/৮ (২০ ওভার)
নাঈম ২৩, রিয়াদ ১৯, সৌম্য ১৬, মেহেদী ১৩
এলিস ১৬/২, ক্রিশ্চিয়ান ১৭/৪

অস্ট্রেলিয়া : ৬২/১০ (১৩.৪ ওভার)
ওয়েড ২২, ম্যাকডারমট ১৭
সাকিব ৯/৪, সাইফউদ্দিন ১২/৩, নাসুম ৮/২

ফল : বাংলাদেশ ৬০ রানে জয়ী।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর