chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সিরিজ জিতেও ট্রফি পাইনি পাকিস্তান

চট্টলা ডেস্ক: সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে বাবর আজমদের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে মাহমুদুল্লাহ বাহিনী। কিন্তু ২২ নভেম্বর শেষ হওয়া সিরিজের ট্রফি হাতে পাননি বাবরের দল। এতে ট্রফি ছাড়াই একত্রিত হয়ে সেলফি তোলেন শাহিন শাহ আফ্রিদিরা।

সোমবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেন পাকিস্তানের ক্রিকেটারদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়নি তার কারণ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কবে দেওয়া হবে সেটিও জানানো হয়েছে।

বিসিবির এক মুখপাত্র জানান, জয়ী দলকে ট্রফি তুলে দেওয়ার কথা ছিল বোর্ডের কর্মকর্তাদের। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বিনিয়োগকারীদেরও। কিন্তু বিসিবি সভাপতিসহ অন্যান্য কর্মকর্তারা এবং বিনিয়োগকারী সংস্থার মালিকরা ওই সময় জৈব সুরক্ষা বলয়ে ছিলেন না। করোনাবিধি পালনে যথেষ্ঠ সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই ক্রিকেটারদের কাছে তাদের ঘেঁষতে দেওয়া হয়নি। ফলে বাবর আজমদের হাতে ট্রফিও তুলে দেওয়া হয়নি।
বিসিবি আরো জানিয়েছে, দু’দলের মধ্যে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর টি-২০ সিরিজ জয়ের ট্রফি পরে বাবর আজমদের হাতে তুলে দেয়া হবে। অর্থাৎ দুই ট্রফি একই সময়ে দেওয়া হবে বিজয়ী দলকে।

এমকে/চখ

এই বিভাগের আরও খবর