chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে ইকোপার্কের পদ্মপুকুরে বিলুপ্ত প্রজাতির কচ্ছপ অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক : সীতাকুণ্ডে অবস্থিত বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের পদ্মপুকুরে বিলুপ্ত প্রজাতির একটি কচ্ছপ অবমুক্ত করা হয়েছে।

রবিবার (৮ আগস্ট) বেলা ১২টার দিকে ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আলমগীর কচ্ছপটি অবমুক্ত করেন।

এসময় তিনি বলেন, পৌর সদরের ফকিরহাটে নুরনবী আরাফাত নামের এক ব্যক্তি কচ্ছপটি উদ্ধার করেন। আজ সকালে বিষয়টি বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের রেঞ্জ কর্মকর্তার কাছ থেকে জানতে পেরে বন বিভাগের কর্মীদের সেখানে পাঠান। তারা ওই বাড়িতে গিয়ে কচ্ছপটি উদ্ধার করে আনার পর সেটি পদ্মপুকুরে অবমুক্ত করা হয়।

মোহাম্মদ আলমগীর জানান, এ প্রজাতির কচ্ছপ এখন সচরাচর দেখা যায় না। এটি এখন বিলুপ্তপ্রায়।

উল্লেখ্য, গত ১৪ জুলাই চট্টগ্রাম চিড়িয়াখানায় ইনকিউবেটরে জন্ম নেওয়া অজগরের ২৮টি বাচ্চা ইকোপার্কের মূল ফটক থেকে এক কিলোমিটার দূরে সুপ্তধারা ঝরনার পাশের একটি ছড়ায় অবমুক্ত করা হয়।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর