chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে এলো আরও ১ লাখ ৮৫ হাজার ডোজ করোনা টিকা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে তৃতীয় ধাপে আরো ১ লাখ ৮৫ হাজার ২০০ ডোজ করোনার টিকা এসেছে। এরমধ্যে ১ লাখ ৬ হাজার ৮০০ ডোজ যুক্তরাষ্ট্রের তৈরি মডার্না এবং ৭৮ হাজার ৪০০ ডোজ চীনের তৈরি সিনোফার্মের টিকা।

বুধবার (২৮ জুলাই) সকাল ৭টার দিকে টিকা বহনকারী বিশেষ গাড়ি সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছে। চট্টগ্রামে করোনার টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে এ টিকার চালান গ্রহণ করেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে আরও এক দফা করোনার টিকার চালান এসেছে। টিকাগুলো ইপিআই স্টোরে সংরক্ষণ করে রাখা হয়েছে। সরকারি নির্দেশনা পেলে দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন উপজেলা এবং মহানগরের বিভিন্ন কেন্দ্রে পাঠানো হবে।

এর আগে প্রথম দফায় (১৮ জুন) সিনোফার্মের তৈরি ৯১ হাজার ২০০ ডোজ চীনা টিকা পেয়েছে চট্টগ্রাম। দ্বিতীয় দফায় (১১ জুলাই) আসে ৭৮ হাজার ৪০০ ডোজ। আজ আরও ১ লাখ ৮৫ হাজার ডোজ করোনার টিকা আসে চট্টগ্রামে।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর