chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৩৩৩-এ কল, বোয়ালখালীর ২১ পরিবারে পৌঁছে গেল খাদ্য সামগ্রী

নিজস্ব প্রতিবেদক: খাদ্য সহায়তা চেয়ে ৩৩৩-এ কল দিয়ে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ২১ পরিবার পেয়েছে খাদ্য সামগ্রী

রবিবার ( ৪ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের ১৭ পরিবার ও আমুচিয়া ইউনিয়নের ৪ পরিবারের মাঝে ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ ও ১ কেজি পেঁয়াজ বিতরণ করেন। এ ছাড়া দরিদ্র আরো ৯ পরিবারকে খাদ্য সহায়তা দেয় উপজেলা প্রশাসন।

এ খাদ্য সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, উপজেলা কৃষি অফিসার মো.আতিক উল্লাহ, ইউপি চেয়ারম্যান মো.হামিদুল হক মান্নান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, করোনা পরিস্থিতিতে সচেতনতা বাড়াতে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ ও ‘৩৩৩’ এ কল করে খাদ্য সহায়তা চাওয়া ২১ পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর