chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লকডাউন অমান্য করায় ২ জনকে গুলি করে হত্যা

আফ্রিকান দেশ রুয়ান্ডায় লকডাউন অমান্য করায় দুই যুবককে গুলি করে হত্যা করেছে পুলিশ।

বুধবার (২৫ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানায় ।

রুয়ান্ডার ন্যাশনাল পুলিশের মুখপাত্র জন বস্কো ক্যাবেরা জানিয়েছেন, নিহত দুই যুবক লকডাউন আমান্য করে বাইরে বের হয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেছিলেন । এরপর তাদের গুলি করা হয় । জানা গেছে, পূর্ব আফ্রিকার দেশগুলোর মধ্যে রুয়ান্ডায় করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। আর উপসাহারা অঞ্চলের দেশের মধ্যে এখানেই প্রথম করোনা ভাইরাস সংক্রমণ রোধে লকডাউন ঘোষণা করা হয় ।

দেশটিতে সপ্তাহব্যাপী লকডাউন শুরু হয় গত রোববার (২২ মার্চ) থেকে। এ সময় শুধু জরুরি পরিষেবাগুলো চালু আছে। ভাইরাসটি মোকাবিলায় বিশ্বের অনেক দেশই ইতোমধ্যেই লকডাউন ঘোষণা করেছে। পাশাপাশি এই পদক্ষেপ বাস্তবায়ন নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীও মোতায়েন করেছে। নিয়ম না মানলে আবার দিচ্ছে বিভিন্ন ধরনের শাস্তিও।

এই বিভাগের আরও খবর