chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চাদে স্বর্ণের খনিতে সংঘর্ষ, নিহত ১০০

ডেস্ক নিউজ: আফ্রিকার দেশ চাদের একটি স্বর্ণের খনিতে শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রায় ১০০ জন প্রান হারিয়েছেন ।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল দাউদ ইয়াইয়া ব্রাহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৩ মে লিবিয়া সীমান্তের কাছে কৌরি বোগোদি এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। দুই ব্যক্তির মধ্যকার বিবাদ পরবর্তীতে সহিংসতায় রূপ নেয়। শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পড়লে প্রায় ১০০ জন প্রান হারায় এবং আরও কমপক্ষে ৪০ জন আহত হয়।

রাজধানী এনজামেনা থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত মধ্য সাহারার তিবেস্তি পর্বতমালায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

তিবেস্তির বিস্তীর্ণ পাহাড়ি ও মরুভূমিতে অবস্থিত অঞ্চলটি খনি দ্বারা পরিপূর্ণ। প্রায়শই দেশের বিভিন্ন অঞ্চল এবং প্রতিবেশি দেশ- লিবিয়া, নাইজার এবং সুদান থেকে বিপুল সংখ্যক স্বর্ণ খনি শ্রমিকদের দ্বারা এগুলো গোপনে পরিচালিত হয়।

চাদের যোগাযোগ মন্ত্রী আব্দেরামান কৌলামাল্লা বুধবার এক বিবৃতিতে বলেন, রাজধানী এন’জামেনা থেকে ১ হাজার কিলোমিটার উত্তর-পূর্বে সংঘর্ষের ফলে ‘জীবনের ক্ষয়ক্ষতি এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।’

দাউদ ইয়ায়া ব্রাহিম দাবি করেন, ‘এ অঞ্চলে সোনার খনির মধ্যে সংঘর্ষের ঘটনা এই প্রথম নয় এবং আমরা কৌরিতে সব স্বর্ণ খনির কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী নির্দেশ না দেয়া এগুলোর কার্যক্রম বন্ধ থাকবে।’ সংঘর্ষ মূলত মৌরিতানিয়া ও লিবিয়া থেকে আসা শ্রমিকদের মধ্যে হয়েছে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর