chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হোটেল-রেস্তোরাঁ খোলা রাত আটটা পর্যন্ত

ডেস্ক নিউজ: করোনাভাইরাস মোকাবেলায় আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার।

আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিধিনিষেধের মধ্যে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত হোটেল-রেস্তোরাঁ খোলা থাকবে,তবে বসে খাওয়া যাবে না। পার্সেল নিতে হবে।

অন্যদিকে এ সময়ে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

এ সময়ে যন্ত্রচালিত যানবাহন, শপিংমল-দোকানপাট বন্ধ থাকবে। সেই সাথে বন্ধ থাকবে জনসমাবেশ হয় এমন (বিয়ে, জন্মদিন, পার্টি, পিকনিক ইত্যাদি) সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক অনুষ্ঠান।

এ ছাড়া লকডাউনে সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি সব ধরনের অফিস বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে শিল্প-কারখানা খোলা থাকবে এবং চালু থাকবে আন্তর্জাতিক ফ্লাইট। মাঠে থাকবে সেনাবাহিনী।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর