chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বোয়ালখালীতে হামলা-ভাঙচুর মামলায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বোয়ালখালীতে বসতবাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর ও হামলা চালিয়ে ইমাম শরীফ (৩৬) নামের এক যুবককে আহত করার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ইমামুল্লার চর গ্রাম থেকে মো. আবু তৈয়বের ছেলে তৌহিদ (৩০) ও নুরুল হকের ছেলে মো. নেওয়াজ (৩০)।

শনিবার (২৬ জুন) দিবাগত রাতে তাদের গ্রেফতার করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম।

তিনি বলেন, গত ২৪ জুন সকালে জায়গা জমির বিরোধের জেরে সারোয়াতলী ইমামুল্লার চর গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে ইমাম শরীফকে মারধর করে আহত করে গ্রেফতারকৃতরা।

এসময় তারা সিরাজুল ইসলামের বসতবাড়ীর সীমানা প্রাচীর ভাঙচুর ও গাছপালা কেটে নিয়ে যায়। এ ঘটনায় সিরাজুল ইসলাম বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেছেন।

ওই মামলায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর