chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কেটেছে শঙ্কা, সঠিক সময়েই মাঠে গড়াচ্ছে প্রথম ওয়ানডে

খেলাধুলা ডেস্ক : শ্রীলঙ্কান শিবিরে করোনা থাবায় ম্যাচের দিন সকালে অনিশ্চয়তা দেখা দেয় ম্যাভ মাঠে গড়ানো নিয়ে। ঠিক সময়ে ম্যাচ মাঠে গড়াবে নাকি স্থগিতাদেশ নেমে আসবে প্রথম ওয়ানডে নিয়ে, তা নিয়ে ছিলো নানা প্রশ্ন। তবে আপাতত কেটেছে শঙ্কা, সঠিক সময়েই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে।

শ্রীলঙ্কা শিবিরে যে তিনজন আক্রান্তের খবর পাওয়া যায়, তার মধ্যে রয়েছেন দুই ক্রিকেটার ইসুরু উদানা আর শিরান ফার্নান্ডো। করোনা পজিটিভ এসেছিল দলটির বোলিং কোচ চামিন্দা ভাসেরও।

তবে করোনার দ্বিতীয় পিসিআর টেস্টে বদলে গেছে ফলাফল। প্রথমে শ্রীলঙ্কা বহরের তিনজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি টের পাওয়া গেলেও, বেলা ১১টার পর পাওয়া পিসিআর টেস্টে জানা গেছে, সেই তিনজনের মধ্যে দুজনের ফল এসেছে করোনা নেগেটিভ। তবে তিনজনকেই টিম হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে।

আপাতত তাই ম্যাচ নিয়ে আর কোনো শঙ্কা নেই। নির্ধারিত সময় অর্থাৎ দুপুর ১টায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এরই মধ্যে টিম হোটেল থেকে মাঠের পৌঁছে গেছে দুই দল।

ইনি/চখ/এএমএস

এই বিভাগের আরও খবর