chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনার টিকা নেওয়ার আহ্বান চসিক মেয়রের

নিজস্ব প্রতিবেদক: করোনা মোকাবিলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে নগরবাসীর মাঝে বিতরণের উদ্দেশ্যে ২৫০টি মাস্ক বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ইউডিপি।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর হাতে ব্র্যাক’র রিজিউন্যাল ম্যানেজার এস.এম মনিরুজ্জামান এসব মাস্ক তুলে দেন।

এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ মফিদুল আলম, প্রধান প্রকৌশলী লে.কর্নেল সোহেল আহমেদ, কর্পোরেশনের আঞ্চলিক জোন-৬ এর নির্বাহী কর্মকর্তা আফিয়া আকতার, মেয়রের একান্ত সচিব আবুল হাসেম, রাজস্ব কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরী, ব্র্যাক ইউডিপি’র এফসি সুব্রত টুকু, ওআই আলমগীর হোসেন, এমকিউইও মাসুম বিল্লাল, পিও কৃষ্ণ মজুমদার, শিরীন মোস্তফা, সুজন মিয়া, মাসুম সিকদার উপস্থিত ছিলেন।

মাস্ক গ্রহণকালে নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর কারণে বিশ্বের অন্যান্য দেশের চাইতে বাংলাদেশের অবস্থা এখনো তুলনামূলক অনেক ভালো অবস্থানে আছে।

বর্তমানে করোনার প্রথম ডোজ টিকা প্রদানের কার্যক্রমও শুরু হয়েছে। আট সপ্তাহ পর দ্বিতীয় ডোজ এর কার্যক্রমও শুরু হবে।

তিনি নগরবাসীকে কোন ধরনের অপপ্রচার কুসংস্কারে বিভ্রান্ত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে বাইরে গেলে মাস্ক পরিধানের পাশাপাশি কোভিডের টিকা গ্রহণের আহ্বান জানান।

মেয়র জনস্বার্থে মাস্ক প্রদানে এগিয়ে আসায় ব্র্যাক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি এধরনের কাজে কর্পোরেট প্রতিষ্ঠান ও নগরীর ধনার্ঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর