chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নির্বাচনী হাওয়া লেগেছে মাইকের দোকানে

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনী হাওয়া লেগেছে বন্দর নগরীতে। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। অলি-গলিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। প্রচারণায় বেড়েছে মাইকের ব্যবহার। তাই ব্যস্ততা বেড়েছে নগরীর মাইকের দোকান গুলোতে।

আজ সকাল নগরীর আইসফ্যাক্টরি রোড থেকে তোলা । ছবি: এম ফয়সাল এলাহী

 

সরেজমিনে নগরীর আইসফ্যাক্টরি রোডের কয়েকটি মাইকের দোকানে গিয়ে দেখা যায়, দোকানের সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে অনেকগুলো মাইক। অনেকে ভাড়া করে প্রচারণায় উদ্দেশ্যে গাড়ীতে বাঁধছেন। প্রতিদিন সকালে ভাড়া নিয়ে সন্ধ্যায় আবার নিয়ে আসা হয়।কেউ কেউ আবার কয়েকদিনের জন্যও ভাড়া করে।

আজ সকাল নগরীর আইসফ্যাক্টরি রোড থেকে তোলা । ছবি: এম ফয়সাল এলাহী

 

বন্ধু মাইক এন্ড সাউন্ড  সার্ভিসের মালিক মো. আজাদ জানান, একটি মাইকের একদিনের ভাড়া ৫০০ টাকা এবং দুটি মাইক ও একটি ব্যাটারি সহ দেড় হাজার টাকার মতো। যেহেতু সিটিতে নির্বাচন তাই আগের চেয়ে ব্যস্ততা একটু বেড়েছে। তবে ব্যস্ততা থাকলেও অন্যান্য সময়ের চাইতে এ বছর একটু কম।

এই বিভাগের আরও খবর