chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ছেলেদের ফ্যাশন ও লাইফস্টাইল

লাইফস্টাইল ডেস্ক : পোশাক মানুষের বাহ্যিক সৌন্দর্য রক্ষা করে। মানুষের ব্যক্তিত্বেরও বহিঃপ্রকাশ ঘটায়। একটি সুন্দর পোশাক সবার মাঝে একজন ব্যক্তিকে আকর্ষণীয় করে তুলতে পারে।

সুন্দর পোশাক মানে অদ্ভুত পোশাক নয়। খুব সাধারণ পোশাকেও নিজেকে সুন্দর করা যায় বিশেষ করে ছেলেদের।
প্রশ্ন আসতে পারে কোন ধরনের পোশাকে ছেলেদের বেশি সুন্দর ও স্মার্ট দেখায়।

চলুন তবে জেনে নেয়া যাক :

  • ১। পোশাক-আশাক দামি নয় পরিপাটি হওয়া প্রয়োজন। যুগের সঙ্গে তাল মিলিয়ে যে কোনো ধরনের পোশাক পড়তে পারেন। তবে যে পোশাকটি আপনি পরছেন তা হওয়া চাই পরিচ্ছন্ন ও মার্জিত।
  • ২। ঋতু ভেদে পোশাকের পরিবর্তন আনতে পারেন। খুব গরমে পরতে পারেন হাফ হাতা টি-শার্ট বা শার্ট। সঙ্গে জিন্স। তবে খেয়াল রাখবেন সেগুলো যেন ছেঁড়া-ফাটা না হয়। তাহলে মানুষের কাছে আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যেতে পারে।
  • ৩। গরমে সুতি হাফ হাতা শার্ট পরলে খেয়াল রাখবেন তা যেন খুব গাঢ় রঙের না হয়।
  • ৪। শীতে ফুলহাতা শার্ট বা টি-শার্ট। ফুলহাতা শার্টের সঙ্গে সাধারণ প্যান্টই বেশি মানানসই। শীতে জ্যাকেট কেনার সময়ও নিজের ব্যক্তিত্বের সঙ্গে যায় এমন জ্যাকেট বা শীতের পোশাক কিনুন।
  • ৫। যে কোনো উৎসবে পাঞ্জাবি পরুন। পাঞ্জাবি আপনার ব্যক্তিত্বকে আরো বেশি উন্নত করবে। পাঞ্জাবির সঙ্গে পরতে পারেন জিন্স, সাধারণ পাজামা, ধুপিয়ান পাজামা বা চুরিদার। ধুপিয়ানের সঙ্গে শর্ট পাঞ্জাবি পরতে পারেন অন্যথায় খুব বেশি শর্ট পাঞ্জাবি না পরাই ভালো।

এএমএস/চখ

এই বিভাগের আরও খবর