chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামের ফ্যাশন ও মিডিয়া জগত এখন অনেক সমৃদ্ধ

বিনোদন ডেস্ক : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের সুপার মডেল ও ফ্যাশন আইকন বিবি রাসেল বলেছেন, বন্দর নগরী চট্টগ্রামের ফ্যাশন ও মিডিয়া জগত এখন অনেক সমৃদ্ধ। ফ্যাশনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, কৃষ্টি উপস্থাপন করা যায় সেটা প্রমাণ করেছেন চট্টগ্রামের ডিজাইনাররা।

আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাব হলরুমে ইংরেজী কর্পোরেট ফ্যাশন এন্ড লাইফস্টাইল ম্যাগাজিন স্পেলবাউন্ডের উদ্বোধন এবং মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বিবি রাসেল এই মন্তব্য করেন।

টিএসবি কমিউনিকেশনের উদ্যোগে জমকালো আয়োজনের স্পন্সর ছিলো জনপ্রিয় ক্লথিং ব্র্যান্ড ওয়েস্টওড বাই এমজেএ. রিথব, ফিট এলিগেন্স, আর্ট, স্টাইল ফেব্রিকস, মেঘরোদ্দুর, সায়মা’স ক্রিয়েশনস, শেঠ প্রপার্টিজ লিমিটেড ও জান্নাত ফাউন্ডেশন, জেইন মিরর।

জনপ্রিয় উপস্থাপিকা স্মিতা চৌধূরীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, জনপ্রিয় কর্পোরেট ব্যাক্তিত্ব র‍্যাংকস এফসি প্রোপার্টিজ লিঃ এর সিইও প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন, শেঠ প্রপার্টিজের ম্যানেজিং ডিরেক্টর সোলাইমান আলম শেঠ, চ্যানেল আই এর চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, উইমেন চেম্বার অফ কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা।

তাছাড়াও দুই বাংলার জনপ্রিয় চিত্র নায়ক ফেরদৌস, টিভি অভিনেত্রী তানভীন সুইটি, আর্ট এর স্বত্বাধিকারী মামুন চৌধুরী, রিথব এর ম্যানেজিং ডিরেক্টর চৌধুরী, ইকবাল মোহাম্মদ তারেক, ওয়েস্টওড বাই এম জে’র ফাউন্ডার জয়নুল আবেদীন, ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী, নাসরিন সরওয়ার মেঘলা, সায়মা সুলতানা, জান্নাত ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মিসেস জান্নাত, গার্লস প্রায়োরিটির ওনার তাসনোভা আনোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়া নগরীর বিভিন্ন পর্যায়ের গুুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্পেলবাউন্ডের সম্পাদক মোহাম্মদ গোফরান। অনুষ্ঠানটির আয়োজনে ছিল বাংলাদেশের জনপ্রিয় ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম টিএসবি কমিউনিকেশন।

অনুষ্ঠানে ঢাকা ও চট্টগ্রামে তারকা মডেলদের অংশগ্রহনে দেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে ফ্যাশন প্যারেড অনুষ্ঠিত হয়। ফ্যাশন শো’র কোরিও গ্রাফার ছিলেন আশিকুর রহমান পনি।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর