chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঘন কুয়াশা: তিন ঘণ্টা পর চট্টগ্রামে নামলো বিমানের ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক : অবশেষে তিনঘণ্টা বিলম্বের পর চট্টগ্রাম বিমানবন্দরে নামলো বাংলাদেশ বিমানের ফ্লাইটটি।

এর আগে ঘন কুয়াশার কারণে দুবাই থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছিল। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় ফ্লাইটটি ঢাকা হয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। চট্টগ্রাম ও ঢাকায় নামতে না পেরে ফ্লাইটটি সিলেটে অবতরণ করে। ঘন কুয়াশা কেটে যাওয়ার পর সকাল সোয়া ১১ টায় ফ্লাইটটি সিলেট থেকে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে।

এ ব্যাপারে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, কুয়াশা কেটে যাওয়ার পর সকাল সোয়া ১১টার দিকে ফ্লাইটটি চট্টগ্রামে আসে। এতে দুই শতাধিক যাত্রী ছিল। এখানে তাদের ইমিগ্রেশন সম্পন্ন হয়।

তিনি আরও বলেন, কুয়াশার কারণে ইউএস-বাংলা, রিজেন্ট এয়ারওয়েজ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি অভ্যন্তরীণ ফ্লাইট প্রায় দুই ঘণ্টা দেরিতে চট্টগ্রামে পৌঁছেছে। তবে এখন নির্ধারিত সময়ে ফ্লাইট পরিচালিত হচ্ছে।

এসএএস/

এই বিভাগের আরও খবর