chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চারদিকে শুধু আগুন, মানুষের বাড়িঘর জ্বলছে: রিজভী

ডেস্ক নিউজ: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজকে মানুষ নিজের বাড়ি ঘরে থাকতে পারছে না। ঢাকার অনেক বস্তি ক্ষমতাসীনরা আগুন লাগিয়ে দখল করে নিয়েছে। আজকে চারদিকে শুধু আগুন। মানুষের বাড়িঘর জ্বলছে।

আজ রোববার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের উদ্যোগে মোহাম্মদপুর জহুরি মহল্লার আগুনে পুড়ে যাওয়া বস্তিবাসীদের ত্রাণ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

সম্প্রতি হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন রুহুল কবির রিজভী। বাসায় ফেরার পর এই প্রথম কোনো কর্মসূচিতে অংশ নিলেন তিনি।

রিজভী বলেন, ঢাকার বস্তি গ্রাস করার জন্য, দখল করার জন্য ক্ষমতাসীনরা মরিয়া হয়ে ওঠেছে। গোটা জাতির নিরাপত্তা নেই, মানুষের জীবনের নিরাপত্তা নেই। বাড়িঘরের নিরাপত্তা নেই।

তিনি বলেন, করোনা হুঁ হুঁ করে বাড়ছে। আজকে হাসপাতালে বেড নেই। রোগীরাও চিকিৎসা না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছে, করোনায় মারা যাচ্ছে।

‘সরকারের সেদিকে কোনো খেয়াল নেই। করোনার মধ্যে সরকারের লোকেরা আগুন দিয়ে মানুষকে গৃহহীন করছে।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর