chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিশ্বে আরও ৬ লক্ষাধিক করোনা রোগী শনাক্ত, মৃত্যু ১০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ২৪ হাজার ৪৮৪ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৬৮ লাখ ৩৮ হাজার ৩০২ জনে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, করোনায় নতুন করে মারা গেছেন ১০ হাজার ১৪৭ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে ১৫ লাখ ৩৩ হাজার ৭৯২ জনে ঠেকেছে।

এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৪ কোটি ৬২ লাখ ৩২ হাজার ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৪ লাখ ৩২ হাজার ৪৯৬ জন রোগী।

যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৯ লাখ ৮৩ হাজার ৪২৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৮২৫ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত ৯৬ লাখ ৪৪ হাজারের বেশি। মৃত্যু হয়েছে এক লাখ ৪০ হাজার ২১৬ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৬৫ লাখ ৭৭ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৬৪১ জনের।

রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ২৪ লাখ ৩২ হাজার মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৪২ হাজার ৬৮৪ জন।

পাঁচে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ২২ লাখ ৮১ হাজারের বেশি মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৫৪ হাজার ৯৮১ জনের।

বাংলাদেশের রোববার দুপুর পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৫ হাজার ৭৮৯ জন মানুষ। এর মধ্যে ৩ লাখ ৯৩ হাজার ৪০৮ জন সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৬ হাজার ৮০৭ জনের।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর