chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মাস্ক পরা নিশ্চিতে বিনোদন কেন্দ্রে জেলা প্রশাসনের অভিযান

নিজস্ব প্রতিবেদক : মাস্ক পরা নিশ্চিত করতে বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এসময় ৫১ জন ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক ও আশরাফুল আলম।

চট্টগ্রামের ডিসি হিল, সিআরবি ও জাম্বুরী পার্কে এ অভিযান চালানো হয়।

মাস্ক পরা নিশ্চিতে বিনোদন কেন্দ্রে জেলা প্রশাসনের অভিযান

এসময় ৫১ জনকে মোট ৬১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, বিনোদন কেন্দ্রগুলোতেও মানুষকে সচেতন করার লক্ষে আমরা প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করছি। কেউ যাতে মাস্ক ছাড়া প্রবেশ না করতে পারে ও সামাজিক দূরত্ব বজায় থাকে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হচ্ছে।

পাশাপাশি যারা ছিন্নমূল ও অসহায় তাদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করছি। জনস্বার্থে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ও সচেতনতা সৃষ্টির জন্য এই ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এএমএস/নচ

এই বিভাগের আরও খবর