chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আর্মেনিয়ার প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক : আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল প্যাসিনিয়ানকে হত্যার চেষ্টা প্রতিহত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তাকে হত্যা করে ক্ষমতা দখলের একটি প্রচেষ্টা করতে চেয়েছিল তারা। কিন্তু সেই পরিকল্পনা নস্যাৎ করে দেয়ার দাবি করেছে দেশটির ন্যাশনাল সিকিউরিটি সার্ভিস (এনএসএস)।

শনিবার (১৪ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এনএসএস।

এতে বলা হয়, সংস্থাটির সাবেক প্রধান আর্তুর ভেনেতসিয়ান, রিপাবলিকান পার্টির সংসদীয় দলের প্রধান ভাহরাম বাঘদাসারিয়ান এবং যুদ্ধ স্বেচ্ছাসেবক আশোট মিনাসায়ানকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহভাজনরা প্রধানমন্ত্রীকে হত্যা করে অবৈধভাবে ক্ষমতা দখলের পরিকল্পনা করছিলেন এবং ইতোমধ্যেই তার জায়গায় নতুন প্রার্থীদের নিয়ে আলোচনাও চলছিল।

জানা যায়, বেশ কিছুদিন ধরে চাপে আছেন প্রধানমন্ত্রী পাশিনিয়ান। কয়েক সপ্তাহের লড়াই শেষে নাগোরনো-কারাবাখ অঞ্চলের দখল আজারবাইজানের হাতে ছেড়ে দেয়ায় তার পদত্যাগ দাবিতে তুমুল বিক্ষোভ চলছে আর্মেনিয়ায়।

চলতি সপ্তাহের শুরুর দিকে পাশিনিয়ান বলেছিলেন, আরও ভূমি হারানো ঠেকাতে রাশিয়ার মধ্যস্থতায় হওয়া শান্তিচুক্তিতে সই করা ছাড়া তার সামনে আর কোনও উপায় ছিল না। এই পরিস্থিতির জন্য ব্যক্তিগত দায় নিলেও এখনই পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী।

এদিকে, আজারবাইজানের হাতে ভূমি সমর্পণের সময়সীমা শেষ হয়ে আসায় নাগোরনো-কারাবাখ ছাড়ছেন জাতিগত আর্মেনীয়রা। গত শনিবার অঞ্চলটি ছেড়ে যাওয়ার আগে তাদের অনেকেই নিজেদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেন।

আর্মেনিয়া জানিয়েছে, আজারবাইজানের সঙ্গে যুদ্ধে তাদের ২ হাজার ৩১৭ জন সৈন্য নিহত হয়েছেন। তবে এখনও হতাহতের কোনও তথ্য জানায়নি আজারবাইজান।

এএমএস/চখ

এই বিভাগের আরও খবর