chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মন্ত্রীর নামফলক ভেঙে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির নাম ফলক ভেঙে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নুরুল ইসলাম শিক্ষা সমন্বয় (নুশিস)।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত বক্তব্য রাখেন নুশিস’র সম্পাদক মো. দবির উদ্দিন খান।

সংবাদ সম্মেলনে মো. দবির উদ্দিন খান বলেন, পুরাতন চাঁদগাও এলাকার শিক্ষার্থীদের যাতায়াতের অসুবিধা দুর করার লক্ষ্যে সাবেক মন্ত্রীর আপ্রাণ প্রচেষ্টায় হামিদ চর এলাকায় আনার উল্লাহ শাহজী (ডোমখালী ব্রিজটি) নির্মাণের কাজ শুরুা হয়। কাজ শেষ হলে ব্রিজটি উদ্বোধনের সময় মন্ত্রী মহোদয়ের নাম সংবলিত একটি নামফলক স্থাপন করা হয়। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে তখন উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেন, উদ্বোধনের দুই বছর পর সাবেক মন্ত্রীর নাম সংবলিত নামফলক ভেঙে ফেলা হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, ৪ নং চাঁদগাও ওয়ার্ডের কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ সাইফুর ইন্দনে তার পি এস এমদাদুর হক জুনু নাম ফলক ভেঙে ফেলা হয়। আমরা কাউন্সিলর ও তার পি এস সহ এমন ঘৃণিত কর্মকান্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজেরা তজু ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ.কে.এম. ইছমাইল, দিলোয়ারা জাহান মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মারুফুল ইসলাম, নুরুল ইসলাম পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা বেগম, সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মনসুর চৌধুরী, হাজেরা তজু স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সজল কুমার দত্ত সহ নুশিসভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

এই বিভাগের আরও খবর