chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লিঁওর মাঠে জুভেন্টাসের হার

চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর ম্যাচে প্রথম লেগে ফরাসি ক্লাব অলিম্পিক লিঁওর মাঠে হেরে গেছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। অথচ,ম্যাচ শুরুর আগে যোজন যোজন পার্থক্য এগিয়ে ছিল সেরি আ চ্যাম্পিয়নরা।ইনজুরির কারনে ছিলেন না লিঁওদের মূলকারিগর মেম্ফিস ডিপাই। তার উপর, লীগে টানা ১০ ম্যাচ গোল করে ইতিহাস গড়া জুভেন্টাসের বরপুত্র রোনালদো আজকে যেন কোথায় হারিয়ে গেলেন।

বুধবার দিবাগত রাতে লিঁওর গ্রোউপামা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় জুভেন্টাস। ম্যাচের চার মিনিটের মাথায় গোলের সুযোগ পায় তারা। রোনালদোর বাড়ানোর ক্রস পা স্পর্শ করতে পারেনি কুয়াদরাদো। তবে ঠিকই গোলে ঠিকানা খুঁজে পায় লিঁও।

ম্যাচের ৩১ মিনিটে হোউসেম আউয়ার বাড়ানো ক্রস পায়ের ছোঁয়ায় বল জালে পাঠান লুকাস তুজা।শেষ পযর্ন্ত লুকাস তুজা গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রুডি গার্সিয়ার দল। শক্তিশালী আক্রমণভাগ নিয়ে মাঠে নামা জুভেন্টাস ৬৮মিনিটে সমতার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেন নি দিবালা।শট লক্ষ্যভ্রষ্ট হয়।

একের পর এক আক্রমণে থাকা জুভেন্টাস ৮৭ মিনিটে কাঙ্খিত জাল খুজে পেলেও অফসাইডের কারনে গোল বাতিল হলে শুন্য একে পরাজিত হয়ে মাঠ ছাড়ে। ১৭ মার্চ তুরিনে শেষ ষোলর ফিরতি লেগে একে অপরের মুখোমুখি হবে এই দুই দল। গতবারও দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে প্রতিপক্ষের মাঠ থেকে এসে ফিরতি লেগে রোনালদো হ্যাটট্রিক করে জুভেন্টাসকে উদ্ধার করেছিলেন। জুভেন্টাসের দর্শকরা সেই আশা করতেই পারে।

এই বিভাগের আরও খবর