chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে হামলায় ৪জন আটক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে হামলার ঘটনায় ৪জনকে  আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।সোমবার (২৪ আগস্ট) বিকলে ৩ টার দিকে তাদেরকে আটক করে পুলিশ।

আটক চারজন হলো- বাঁশখালীর এমপির সহকারি পিএস এ কে এম মোস্তাফিজুর রহমান, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলামের পিএস আবুল কালাম, ১২ নং ইউনিয়ন শেখেরখীলের মিজানুর রহমান তালুকদার, ও এনামুল হক নামে আরও একজন।

বিষয়টি চট্টলার খবরকে নিশ্চিত করেছেন কোতয়ালী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নোবেল চাকমা।

কোতয়ালী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার চট্টলার খবরকে জানান, সকালে প্রেসক্লাবের সামনে মুক্তিযো্দ্ধাদের উপর হামলায় ঘটনায় ৪জন আটক করা হযেছে।তাদের সকলের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

এই রির্পোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।

উল্লেখ্য, সকালে নগরীর প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সন্তানদের উদ্যোগে এক মানববন্ধন আয়োজন করা হয়।এতে মুক্তিযোদ্ধারাও অংশ নেন। পরে সেখানে বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর এপিএস এবং বাঁশখালী পৌরসভার মেয়রের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল লাঠিসোটা নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠে।

কামরুল/চখ

এই বিভাগের আরও খবর