chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া

কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় সেনাবাহিনীর হেলিকপ্টারে করে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত ও সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া

বুধবার (২০ মার্চ) দুপুর ১টায় নোয়াখালীর ভাসানচর থেকে সরাসরি উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান তিনি। এ সময় তাকে অভ্যর্থনা জানান জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান, পুলিশ সুপার মাহফুজুর রহমানসহ ঢাকাস্থ সুইডেনের দূতাবাসের কর্মকর্তারা।

ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন। ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে কক্সবাজারের খুরুস্কুলের জলবায়ু উদ্বাস্তুদের জন্য নির্মিত বিশ্বের বৃহত্তম আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করবেন। এরপর আকাশপথে ঢাকায় ফেরার কথা রয়েছে ভিক্টোরিয়ার।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর