chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রমাদানে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি প্রদক্ষেপ জরুরি  

  • প্রতি বছরেই রমাদান আসে , রমাদান চলে যায় কিন্তু আমাদের কোন পরিবর্তন হয় না। রমাদানে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য কিছু প্রদক্ষেপ নেয়া যায়।
  • ফরজ নামাজ সমূহ মসজিদে জামাতে আদায় করা।
  • ফরজ নামাজের আগে এবং পরে কিছু নফল নামাজ আদায় করা। সেহেরির একটু সময় আগে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করা। ইশরাকের নামাজ পড়া।

নামাজে মনোযোগ বৃদ্ধি করার জন্য যেসব সূরা তিলাওয়াত করা হয় তা অর্থ বুঝে নেওয়ার চেষ্টা করা

  • বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, কমপক্ষে এক খতম কোরআন পড়া। প্রতি রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম নিজে এক খতম কোরআন পড়ে জিব্রিল আলাইহি ওয়াসাল্লামকে শুনাতেন এবং জিবরীল আলাইহিস সাল্লাম এক খতম কোরআন পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে শুনাতেন।

সম্পূর্ণ কোরআন বাংলা অর্থসহ পড়ার চেষ্টা করা।

  • বেশি বেশি দান – সদকা করা। প্রতিদিন অন্তত ১০-২০ টাকা করে দান করা।
  • সব সময় ওযু রাখার চেষ্টা করা।
  • মেসওয়াক করা।
  • মন দিয়ে আজান শোনা এবং আযানের জবাব দেয়া।
  • সারা বিশ্বের নির্যাতিত, মজলুম মুসলিমদের জন্য দোয়া করা।
  • সার্বক্ষনিক জিকির করা। রাস্তায় হাঁটার সময়, বাজারে যাওয়ার সময়, গাড়িতে বসে আছেন মনে মনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ইত্যাদি বলা। চাইলে ডিজিটাল কাউন্টার ব্যবহার করতে পারেন।
  • অপয়োজনীয় কথা থেকে বিরত থাকা।

টাইম কিলিং মেশিন থেকে যথাসম্ভব দূরে থাকা যেমন facebook , ভিডিও গেম, মুভি, নাটক, সিনেমা , গান শোনা ইত্যাদি।

আল্লাহ আমাদের সবাইকে এ রমাদান পরিপূর্ণরূপে কাজে লাগানোর তৌফিক দান করুন এবং আমাদের ঈমান ও তাকওয়া বৃদ্ধি করুন। আমিন

ফখ|চখ

এই বিভাগের আরও খবর