chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আনোয়ারায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

আনোয়ারা ও বাঁশখালী উপজেলার সীমান্তে অবৈধ দখলদার ভূমিদস্যুদের কাছ থেকে ১.১২ একর সরকারি খাস জমি উদ্ধার করেছেন উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (১২ মার্চ) সকালে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকার অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে প্রশাসন।

আরব প্রপার্টিজ নামের একটি প্রতিষ্ঠান অবৈধভাবে ১.১২ একর সরকারি জমি দখল করে গরু ও মহিষের খামার গড়ে তুলে।

আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ্ আল মুমিন জানায়, ‘দীর্ঘদিন ধরে সরকারি খাস জমি অবৈধভাবে দখলে রেখে গরু-মহিষের খামার গড়ে তুলে এবং রাতের আঁধারে মাটি বিক্রি করছিল।

ম্যাজিস্ট্রেট আরও জানায়, রাতের আঁধারে মাটি কেটে ট্রাকে করে বিক্রি করছিল উপজেলার বিভিন্ন স্থানে। এসময় উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে দুটি মামলায় আবুল কালামের পুত্র মেহেরাজকে ৫০ হাজার টাকা ও রফিকুল ইসলামের পুত্র নিজাম উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং উদ্ধার করা হয় ১ কোটি ৪০ লাখ টাকার সরকারি খাস জমি।

জড়িত দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। সরকারি খাস জমি উদ্ধারে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মোহভ/চখ

এই বিভাগের আরও খবর