chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাঁশখালী ইউপি নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে আটক ১

বাঁশখালী উপজেলার ৪নং বাজারচড়া ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে ধরা পড়ে তৌহিদুল (২০) নামের এক যুবক। আটক তৌহিদুল (২০) বাহারচড়া ২নং ওয়ার্ড এলাকার বাসিন্দা।

শনিবার (৯ মার্চ) সকালে ওই ইউনিয়নের বাহারচড়া রত্নপুর উচ্চ বিদ্যালয় উচ্চ কেন্দ্রে এ ঘটনা ঘটে। জাল ভোট দেওয়া ব্যাক্তি কে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বিষয়টি নিশ্চিত করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আরফাত ছিদ্দিকী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরফাত ছিদ্দিকী জানান, তৌহিদ নামের ওই যুবক ভোটার একবার ভোট দেওয়া সত্ত্বেও আবার ভোট দিতে গেলে বিষয়টি টের পেয়ে তাকে আটক করা হয়।

ম্যাজিস্ট্রেট আরও জানান, ভ্রাম্যমাণ আদালত তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭০(১)(গ) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। এছাড়া ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোহভ/চখ

এই বিভাগের আরও খবর