chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঐতিহাসিক ৭ মার্চ পালন ব্রুনাইয়ে

ব্রুনাইয়ের বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ মার্চ) জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচির সূচনা করেন ব্রুনাইয়ে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাহিদা রহমান সুমনা।

পরে হাইকমিশনার ঐতিহাসিক এ দিবস উপলক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী উপস্থিত সবার উদ্দেশ্যে পড়ে শোনান।

বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারসহ সব বীর মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া কামনা করে অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষিত বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটি প্রচার করা হয়।

দিবসের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আয়োজিত আলোচনায় হাইকমিশনার ১৯৭১ সালে আজকের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে বিশাল জনসভায় দেওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাঙালি জাতির স্বাধীনতা ঘোষণার এক অনন্য দলিল হিসেবে উপস্থাপন করেন। এর সঙ্গে হাইকমিশনার ‘বঙ্গবন্ধুর ভাষণ’ নামক গ্রন্থ থেকে আরও কয়েকটি উল্লেখযোগ্য ভাষণের বিষয়ে অবতারণা করেন।

বর্তমান বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার যাবতীয় নির্দেশনা ওই ভাষণসমূহে বঙ্গবন্ধু উল্লেখ করেছেন মর্মে উপস্থিত অতিথিরা মত প্রকাশ করেন।

 

মআ/চখ

এই বিভাগের আরও খবর