chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রমজানে নিয়ন্ত্রণ রাখতে হবে বাজার পরিস্থিতি- প্রধানমন্ত্রী

পবিত্র রমজান মাসকে ঘিরে কিছু অসাধু ব্যাবসায়ী পণ্য মজুত করে দাম বাড়িয়ে মুনাফা লুটতে চায়। কোথাও যেন ভোক্তাদের হয়রানি হতে না হয় সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে।

আজ রোববার (৩ মার্চ) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

জেলা প্রশাসকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী জানান, রোজায় কেউ যেন পণ্য মজুদ করে কৃত্রিম সংকট করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। নিত্যপণ্য যেন সহজে মানুষের কাছে পৌঁছাতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। মজুতদারদের ঠেকাতে এবং খাদ্যে ভেজাল বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। রমজানে নিয়ন্ত্রণ রাখতে হবে বাজার পরিস্থিতি।

তিনি জানান, আমরা চাই, আমাদের দেশ এগিয়ে যাক,দেশের মানুষ ভালো থাকুক, এটাই আমাদের লক্ষ্য। একটা সরকারের ধারাবাহিকতা না থাকলে উন্নয়নটা টেকসই হয় না, এটায় প্রমাণিত।

তিনি আরও জানান, সমালোচকরা শুধু তাৎক্ষনিক নিজেদের সুবিধা চায়। জনগণের কল্যাণের কথা আমাদের চেয়ে ভালো কেউ জানে না। কে কি বললো তা না শুনে প্রতিটি প্রকল্প গ্রহণের সময় সাধারণ মানুষ ও দেশের উপকারের কথা বিবেচনা করতে হবে।

 

মোহভ/চখ

এই বিভাগের আরও খবর