chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

যৌক্তিক পরিমাণ সম্মানির দাবি চবি শিক্ষক সমিতির

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক সমিতি জানিয়েছে, আসন্ন চবি ১ম বর্ষ স্নাতক (সম্মান) ২০২৩-২০২৪ শ্রেণীর ভর্তি পরীক্ষায় শিক্ষকগণসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব পালনের জন্য ন্যায়সঙ্গত ও যৌক্তিক পরিমাণ সম্মানী প্রদান না করা পর্যন্ত শিক্ষকগণ জাতির বৃহত্তর স্বার্থে ভর্তি পরীক্ষায় দায়িত্ব (পরিদর্শক, প্রধান পরিদর্শক, সমন্বয়কারী ইত্যাদি) পালন করে সহযোগিতা করলেও কোন সম্মানি গ্রহণ করবে না।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ বিজ্ঞপ্তি পাঠায় শিক্ষক সমিতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আসন্ন ১ম বর্ষ স্নাতক (সম্মান) ২০২৩-২০২৪ শ্রেণীর ভর্তি পরীক্ষা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, এই ভর্তি পরীক্ষায় শিক্ষকগণের পরিদর্শন সম্মানি অত্যন্ত অসম্মানজনকভাবে নির্ধারণ এবং ভর্তি পরীক্ষার আয় ব্যয়ের হিসাবে বিদ্যমান অস্বচ্ছতা ও অসঙ্গতিকে কেন্দ্র করে মহান জাতীয় সংসদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ কর্তৃক ভর্তি পরীক্ষার নামে আয়কৃত বিপুল অর্থ ভাগবাটোয়ারা করা হচ্ছে মর্মে প্রদত্ত বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিগত ২২ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে যা কার্যবিবরণী আকারে ইতোমধ্যে আপনাদের নিকট প্রেরণ করা হযেছে।

উক্ত সভায় গৃহীত অন্যতম একটি সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ভর্তি কমিটি কর্তৃক শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদ- ২০২৩ এর সাথে যৌথ সভার মাধ্যমে আসন্ন ভর্তি পরীক্ষার যাবতীয় আয় ও ব্যয়ের একটি স্বচ্ছ ও পরিচ্ছন্ন বিবরণী প্রস্তুতপূর্বক সম্মানিত শিক্ষকগণসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব পালনের জন্য ন্যায়সঙ্গত ও যৌক্তিক পরিমাণ সম্মানি প্রদানের সিদ্ধান্তে উপনীত না হওয়া পর্যন্ত শিক্ষকগণ জাতির বৃহত্তর স্বার্থে ভর্তি পরীক্ষায় দায়িত্ব (পরিদর্শক, প্রধান পরিদর্শক, সমন্বয়কারী ইত্যাদি) পালন করে সহযোগিতা করলেও কোন সম্মানি গ্রহণ করবেন না।

এ ধরনের একটি পরিস্থিতিতে উল্লিখিত সমস্যার একটি সন্তোষজনক সুরাহা না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা সংক্রান্ত দায়িত্ব পালনকালে সম্মানিত শিক্ষকগণকে প্রশাসনের পক্ষ থেকে কোনো সম্মানি প্রদান করার কথা নয়। তা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক সম্মানিত শিক্ষকগণকে সম্মানি প্রদানের উদ্যোগ নেয়া হলে করণীয় সম্পর্কে শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে যথাসময়ে জানানো হবে।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর