chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাংলাদেশ পরিদর্শনে আসছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনা

সারা বিশ্বে রয়েছে বাংলাদেশের পোশাক তৈরী শিল্পে সাফল্যের খ্যাতি। এবার বাংলাদেশের সেই তৈরি পোশাক খাতের সেবা নিতে আসছে বিশ্ববিখ্যাত ক্লাব এফসি বার্সেলোনা। স্প্যানিশ ক্লাবটির আগামী মৌসুমের জার্সি তৈরি হতে পারে বাংলাদেশের বুকে। আর সেজন্য এরইমাঝে দেশের ফ্যাক্টরি ঘুরে গিয়েছে প্রতিনিধিরা। 

সাম্প্রতিক সময়ে বার্সেলোনার সঙ্গেপুরাতন স্পন্সর নাইকির সঙ্গে ২৬ বছরের পুরাতন সম্পর্ক ছেড়ে আসতে চাইছে ক্লাবটি।

নাইকির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও নিজস্ব পদ্ধতিতেও জার্সি তৈরির কথা ভাবছেন লাপোর্তা। নাইকির সঙ্গে কার্যক্রম চালিয়ে যাওয়া এবং নতুন স্পন্সরের পাশাপাশি বার্সেলোনার নিজস্ব ব্যবস্থায় দ্বারা আসতে পারে নতুন জার্সি। আর তারই অংশ হিসেবে ঢাকায় গার্মেন্টস কারখানা ঘুরে গিয়েছে বার্সার ক্লাব অফিসিয়ালরা।

স্প্যানিশ গণমাধ্যম মুন্ডো দেপোর্তিভো তাদের এক খবরে এমনই এক দাবি নিয়ে হাজির হয়েছে। মুন্ডোর খবরে বলা হয়েছে, চলতি মৌসুমের অনেকটা সময় বাকি থাকতেই পরের মৌসুমে জার্সি তৈরি এবং বিপণনের দিকে নজর দিতে আগ্রহী বার্সেলোনা। যার সম্ভাব্য এক বিকল্প হিসেবে বাংলাদেশে নজর রাখছে বার্সেলোনা। একইসঙ্গে নজরে আছে চীনও। দুই দেশেই এরইমাঝে পা রেখেছেন বার্সার প্রতিনিধিরা

গুঞ্জন রয়েছে, বার্সেলোনা তাদের নতুন জার্সির জন্য যেতে পারে পুমার কাছে। সেখানে প্রতি বছর ২১৬ মিলিয়ন ডলার বা ২০০ মিলিয়ন ইউরো আয় করবে বার্সেলোনা। এক্ষেত্রে মাথায় রাখতে হবে বার্সার বর্তমান চুক্তির কথাও। ২০২৮ সাল পর্যন্ত নাইকির সঙ্গে চুক্তি আছে কাতালান জায়ান্টদের। এরমাঝে তারা চুক্তিভঙ্গ করলে নাইকিকে জরিমানাও দিতে হতে পারে

এএস স্পোর্টসের খবর, জার্মান ক্রীড়াসামগ্রী নির্মাণকারী প্রতিষ্ঠান পুমার সঙ্গে নতুন চুক্তিতে যাচ্ছে ক্লাবটি।

বিভিন্ন গণমাধ্যমের দাবি খুব শীঘ্রই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান দেবে বার্সেলোনা।

মোহভ/চখ

এই বিভাগের আরও খবর