chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাইডেনের চিঠিতে নতুন অংশীদারত্বের উল্লেখ করেছেন: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠিতে নতুন অংশীদারত্বের বিষয়ে উল্লেখ করেছেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত থাইল্যান্ড ও লিবিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা ইস্যুতে কাজ করার কথা বলেছেন। এটি একটি চমৎকার চিঠি। এই চিঠির প্রেক্ষিতে দুই দেশের মধ্যে সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হবে।

তিনি বলেন, নির্বাচন ঘিরে দুই দেশের মধ্যে যে অস্বস্তি ছিল, আমি তো মনে করি এই চিঠি দেওয়ার পর দুই দেশের মধ্যে কোনো ধরনের অস্বস্তি থাকার আর কোনো কারণ নেই। থাকার কথাও নয়।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর