chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

গণপরিবহনে অতিরিক্ত যাত্রী, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

নিজস্ব প্রতিবেদক: চলমান করোনা পরিস্থিতিতে ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে চালু করা হয়েছে গণপরিবহন।কিন্তু দুই সিটে একজন যাত্রী নেওয়ার কথা থাকলেও অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করছে নগরীর গণপরিবহনগুলো।মানা হচ্ছে না কোনো ধরনের স্বাস্থ্যবিধি। এ নিয়ে করোনা সংক্রমণ আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সরেজমিনে দেখা যায়, গণপরিবহনগুলোতে গাদাগাদি করে বসেছে যাত্রী। সিটের অতিরিক্ত যাত্রীর পাশাপাশি নেওয়া দুই সিটের মাঝখানের জায়গায় দাঁড়িয়ে নেওয়া হয়েছে যাত্রী। সরকারি নির্দেশনায় প্রতিটি যানবাহনে সুরক্ষা সামগ্রী রাখার কথা থাকলেও কোনো গাড়িতে হ্যান্ড স্যানিটাইজার নেই।৬০ শতাংশ ভাড়ার পরিবর্তে ডাবল ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা।

রবিন নামে এক যাত্রী বলেন, ড্রাইভারকে বার বার বলার পরও ওনি দাঁড়িয়ে লোক নিচ্ছে। কারো কথা শুনছে না।সরকারিভাবে ৬০ শতাংশ ভাড়া নেওয়ার কথা থাকলেও তারা ভাড়া নিচ্ছে ডাবল।তারা কারো কথা শুনছে না।

এই বিভাগের আরও খবর