chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ফিলিং স্টেশনে তীব্র গ্যাস-সংকট

চট্টগ্রামে দীর্ঘদিন ধরে ফিলিং স্টেশনগুলোতে গ্যাসসংকট চলছে। দীর্ঘ ১ কিলোমিটার পর্যন্ত লম্বা লাইন দিয়ে গ্যাস নিতে হচ্ছে যানবাহন চালকদের। অনেক সময় গ্যাস নিতে গিয়ে রাত পার হয়ে যায়। চালকরা বাধ্য হয়ে ঘুম চোখে গাড়ি চালান। ফলে মারাত্মক দুর্ঘটনার আশাঙ্কা করা হচ্ছে।

চট্টগ্রাম পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দরা জানান, দীর্ঘ ৮ বছরেও বাড়ানো হয়নি গ্যাসের লোড। এ কারণে অধিকাংশ ফিলিং স্টেশনের লোড মাসের ২০ তারিখে শেষ হয়ে যায়। লোড না থাকায় চট্টগ্রামের প্রায় ৬০ ভাগ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ হওয়ার উপক্রম।

আজ বুধবার সকালে নগরের বন্দর থানার মাইলের মাথা সিএনজি ফিলিং স্টেশনের সামনে দেখা যায়, ছোট-বড় যানবাহনের দীর্ঘ লাইন। গ্যাস নেওয়ার জন্য এত চাপ, ফিলিং স্টেশনের চত্বর মাড়িয়ে প্রধান সড়কেও অনেক যানবাহন ছিল। এ কারণে সৃষ্টি হয় যানজটের। পার্শ্ববর্তী ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকরা বলেছেন যানবাহনের দীর্ঘক্ষণ লাইনের করণে তাদের ব্যবসা লাঠে উঠতে যাচ্ছে।

সিএনজি ফিলিং স্টেশনের মালিকরা বলছেন, লোড না বাড়ানোয় স্টেশনগুলোয় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

ফখ|চখ

এই বিভাগের আরও খবর