chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অনুমোদনহীন ওষুধ বিক্রি, দুই দোকানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : অনুমোদনহীন ওষুধ বিক্রি করায় দুই দোকানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

সোমবার (৬ জুলাই) খুলশী, বায়োজিদ, চাদগাঁও, পাঁচলাইশ ও চকবাজার এলাকায় পরিচালিত ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

এসময় বহদ্দারহাট হক মার্কেট এর আজগর আলী ফার্মেসীকে অননুমোদিত ঔষধ বিক্রি, জীবনরক্ষাকারী ঔষধ সামগ্রী ও ইনজেকশন নষ্ট ফ্রিজে সংরক্ষণের জন্য ১ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি একই মার্কেটের শাহ আমানত ফার্মেসীকে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনা-বেচা না করার কারণে ২০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও বাজার মনিটরিং এর অংশ হিসেবে বিভিন্ন মুদি দোকানে পণ্য দ্রব্যের দাম ঠিক আছে কিনা তদারকি করা হয়। দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এএমএস/

এই বিভাগের আরও খবর