chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিশরে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ

আফ্রিকার দেশ মিশরে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

রবিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে এ ভোটগ্রহণ। চলবে ১৩ ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত। নির্বাচনের ফলাফল ঘোষণা হতে পারে ১৮ ডিসেম্বর।

এবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন ৬ কোটি ৭০ লাখ ভোটার।

দেশটির জাতীয় নির্বাচন কমিটি (এনইসি) জানায়, প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সমস্ত প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। স্কুল, যুবকেন্দ্র এবং স্বাস্থ্য ইউনিটসহ ৯ হাজার ৩৭৬টি নির্বাচনী কেন্দ্রের জন্য ১১ হাজার ৬৩১টি উপ-নির্বাচন কমিটি গঠন করেছে। আগামী ১৮ ডিসেম্বর নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার কথা হয়েছে।

বর্তমানে মিশরে সাবেক সামরিক কর্মকর্তা সিসি দুই মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ধারণা করা হচ্ছে তৃতীয় মেয়াদে জয়ী হয়ে স্বৈরাচারী ক্ষমতার ভিত্তি সুসংহত করতে যাচ্ছেন সিসি।। মিশরের চতুর্থ প্রেসিডেন্ট নির্বাচনে তিনটি রাজনৈতিক দলের নেতারা সিসিকে চ্যালেঞ্জ করছেন।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর