chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামের আড়তে পেঁয়াজ কম, চড়াদাম শুনে ফিরে যাচ্ছেন ক্রেতারা

ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের খবরের পর আজ রোববার চট্টগ্রামের পাইকারি আড়তগুলোয় পেঁয়াজ বিক্রি কমেছে। নগরের দুই পাইকারি বাজার চাক্তাই ও খাতুনগঞ্জের অধিকাংশ আড়তে পেঁয়াজের মজুতও দেখা যায়নি। দাম বেশি হওয়ায় খুচরা বাজারেও ক্রেতার সংখ্যা কমেছে।

আজ চট্টগ্রাম নগরের বৃহত্তর দুই পাইকারি বাজার চাক্তাই ও খাতুনগঞ্জ এলাকায় গিয়ে দেখা গেছে, অধিকাংশ আড়তে পেঁয়াজ নেই। খাতুনগঞ্জে চিরাচরিত ব্যস্ততার দেখাও মেলেনি। অল্প কজন ক্রেতা পেঁয়াজের বাজারে এলেও কিনতে অনীহা তাঁদের।

খুচরা ব্যবসায়িরা বলছেন,বাজারে পেঁয়াজের দাম দেখতে এসেছিলেন। আজও প্রতি কেজি পেঁয়াজ ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়েছে। এই দামে কিনে খুচরায় ২০০ টাকা কেজি বিক্রি করতে হবে। তবে এই দামে ক্রেতারা কিনবেন না, তাই আর পেঁয়াজ কেনেননি তিনি।

ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকার খবরে গতকাল শনিবার দেড় থেকে দ্বিগুণ বেড়ে যায় পেঁয়াজের দাম। বাজার নিয়ন্ত্রণে এদিন সারা দেশের মতো চট্টগ্রামের বাজারগুলোতেও অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এসময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় পাহাড়তলী বাজারে মেসার্স বাছামিয়া সওদাগরকে ২০ হাজার টাকা এবং মেসার্স কালু শাহ এন্টারপ্রাইজে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে চট্টগ্রামের পাইকারি বাজার বহদ্দারহাট, চকবাজার, কর্ণফুলী মার্কেট ও কর্ণফুলী কমপ্লেক্স অভিযান চালায় চট্টগ্রাম জেলা প্রশাসন।এসময় অধিকাংশ দোকানে পেঁয়াজ দেখা যায়নি। প্রতিটি বাজারের দু-তিনটি দোকানে পেঁয়াজের দেখা মিললেও দাম ২০০ টাকার আশপাশে। কিছু দোকানি ১৮০ থেকে ১৯০ টাকায় পেঁয়াজ বিক্রি করলেও বাজারে ক্রেতা নেই।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ,ক্রয় মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি দামে পেঁয়াজ বিক্রির খবর শুনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলার জোরারগঞ্জ বাজারের তিন ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। আসা করছি  নিয়মিত অভিযান দাম থাকবে।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর