chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

২৬ ডিসেম্বরের মধ্যে এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ফল

শেষ হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন। আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে পুনঃনিরীক্ষার ফল।

রবিবার (৩ ডিসেম্বর) পুনঃনিরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষে বোর্ডগুলো শুরু করেছে যাচাই-বাছাইয়ের কাজ। নিয়ম অনুযায়ী- এক মাসের মধ্যে এ ফল প্রকাশ করা হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, এক মাসের মধ্যে ফল প্রকাশ করতে হয়। সেই হিসেবে আমরা ২৬ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করবো।

গত ২৭ নভেম্বর ফল পুনঃনিরীক্ষা বা উত্তরপত্র চ্যালেঞ্জের আবেদন শুরু হয়। এবার প্রতি বিষয় ও পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি নেওয়া হয়। যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয়) রয়েছে, সেসব বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদনে ৩০০ টাকা ফি নির্ধারণ করা হয়।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর