chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টি২০ বিশ্বকাপে উগান্ডার ইতিহাস

আসন্ন ২০২৪ টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে প্রথমবারের উঠে ইতিহাস গড়ল আফ্রিকার দেশ উগান্ডা।

আফ্রিকান অঞ্চলের এই দেশ তাদের নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বৈশ্বিক আসরে খেলতে যাচ্ছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ২০২৪ টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্বে নামিবিয়ার ওয়ান্ডারার্স ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হয় উগান্ডা ও রুয়ান্ডা। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় উগান্ডা। ব্যাট করতে নেমে রুয়ান্ডা মাত্র ৬৫ রানেই গুটিয়ে যায়। জবাবে উগান্ডা ব্যাট করতে নেমে ৮.১ ওভারে ৯ উইকেটে হারিয়ে সহজ জয় লাভ করে। আসন্ন টি২০ বিশ্বকাপে জায়গা করে নেয়।

২০২৪ টি২০ বিশ্বকাপে জায়গা খালি ছিল মাত্র একটি। এর ম্যাচ জিতে আসন্ন টি২০ বিশ্বকাপে জায়গা করে নেয় উগান্ডা।

আগামী বছরের ৪ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হবে ২০২৪ টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। এবারের আসরে বেড়েছে দল সংখ্যা। ১৬ দলের পরিবর্তনে অংশগ্রহণ করবে ২০টি দল।

এবারের আসরে খেলবে: ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউ গিনি, কানাডা, নেপাল, ওমান, নামিবিয়া, উগান্ডা। বাদ পড়ল গত আসর খেলা আফ্রিকান দল জিম্বাবুয়ে।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর