chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আজ মাঠে নামছে ভারত-নিউজিল্যান্ড

ঘরের মাটিতে বিশ্বকাপে এখনো পর্যন্ত অপ্রতিরোধ্য ভারত। সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করা স্বাগতিকরা সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টানা ৯ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে। ভারতে চলমান ওয়ানডে ক্রিকেটের সবেচেয়ে বড় আসর বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ পর্বের লড়াই শেষে শুরু হচ্ছে ফাইনালে ওঠার লড়াই।

আজ বুধবার (১৫ নভেম্বর) প্রথম সেমিফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা স্বাগতিক ভারতের মুখোমুখি হবে চতুর্থ দল নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।

দারুণ ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে গ্রুপের পর্বের ৯ ম্যাচে এখন পর্যন্ত অপরাজিত রোহিত শর্মার দল। অন্যদিকে, গ্রুপের পর্বে প্রথম চার ম্যাচ জিতে উড়ন্ত সূচনা করলেও পরের চার ম্যাচে হেরে যায় ব্ল্যাক ক্যাপসরা। শেষ ম্যাচের জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয় তাদের।

যদিও অতীত পরিসংখ্যান নিয়ে অবশ্য ভাবছে না দুই দলের অধিনায়ক। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রোহিত শর্মা বলেছেন, “অতীতে যা ঘটেছে, সেটা আপনার মনের মধ্যে থাকতে পারে। আমি মনে করি না ১০ বা ৫ বছর আগে কিংবা শেষ বিশ্বকাপে কী ঘটেছিল সেটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে।”

এদিকে নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসন মনে করেন, সেমিফাইনালে ভারতকে হারানো সম্ভব, তিনি বলেন, “আমরা কয়েকটা ম্যাচ বেশ কাছে গিয়ে হেরেছি, বড় ব্যবধানে হেরেছি তা কিন্তু নয়। পাকিস্তানের কাছে হেরে গিয়েছিলাম ডাকওয়ার্থ লুইস নিয়মে। তাই বলে আমাদের মনোবল কমেনি। কারণ, আমরা ভালো ক্রিকেট খেলেছি। একই খেলা সেমিফাইনালে খেলতে চাই। ভারত কঠিন প্রতিপক্ষ। তবে তাদের হারানো অসম্ভব নয়।”

 

 

জয়/চখ

এই বিভাগের আরও খবর